ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

ইসলামের শিক্ষা মানুষকে অন্ধকার থেকে অলোকিত জীবন গড়ার পরিপূর্ণ পথ দেখায় : মোশারফ হোসেন

ইসলামের শিক্ষা মানুষকে অন্ধকার থেকে অলোকিত জীবন গড়ার পরিপূর্ণ পথ দেখায় : মোশারফ হোসেন। ছবি: দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কৃষকদল ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন বলেছেন, ইসলামের শিক্ষা মানুষকে অন্ধকার জীবন থেকে একটি অলোকিত জীবন গড়ার পরিপূর্ণ পথ দেখিয়ে দেয়। আর আমাদের সমাজে ইসলামি জালসা আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষকে ইসলামি জ্ঞান অর্জন করার পাশাপাশি পাপাচার থেকে রক্ষা করা। তাই আমাদের সকলকেই ইসলাম ধর্মের বিধিবিধান মেনে চলতে হবে।

গতকাল শুক্রবার রাতে কাহালু পৌর এলাকার দলগাড়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এক ইসলামি জালসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দলগাড়া জামে মসজিদের খতিব হাফেজ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে জালসায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার মাওলানা ছামছুল আরেফীন।

আরও পড়ুন

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বিএনপি নেতা আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন ফকির, শাহজাহান আলী সাহা, মোহাম্মাদ আলী ভূইয়া, আব্দুল করিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে

পল্টনে সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

সাড়ে চার মাস পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু

এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ