বগুড়ার শিবগঞ্জে ছেলের মামলায় গ্রেপ্তার হলেন বাবা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছেলের দায়ের করা মামলায় বাবা ও খালুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া নয়আনা মাঝপাড়া গ্রামের কৃষক আনছার আলীর ছেলে ছানা মিয়া ও রানা মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষই গুরুতর আহত হন।
এ ঘটনায় ছেলে ছানা মিয়া বাবা আনছার আলী (৬৫) ও তার খালু দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামের রেজাউল ইসলামের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ গতকাল শুক্রবার তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনএ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আল মামুন বলেন, এ ঘটনায় রানা মিয়া বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তার বাবা ও খালুকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন