ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ থাকলে মাদকের প্রতি আসক্ত হবেনা : বগুড়া জেলা প্রশাসক

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ থাকলে মাদকের প্রতি আসক্ত হবেনা : বগুড়া জেলা প্রশাসক। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ থাকলে কিশোর যুবকরা মাদকের প্রতি আসক্ত হবেনা। এক্ষেত্রে প্রতিটি অভিভাবক, শিক্ষকসহ সমাজের সকলকে মাদক বিরোধী কর্মকান্ড বন্ধে সহযোগিতা করতে হবে। তবেই সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলে আদমদীঘি আইপিজে পাইলট হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক রাজিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী প্রমুখ।

আরও পড়ুন

খেলায় লাল একাদশ ও সবুজ একাদশ অংশ গ্রহন করেন। খেলায় লাল একাদশ দল ১-০ গোলে সবুজ একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। খেলাটি পরিচালনা করেন, শাকিল হোসেন, তাকে সহযোগিতা করেন, শাহিন আলম ও নাহিদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল উৎসবে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল

তিন বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে শীত

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

আট বছর পর ৮ম সুপার কাপ এসি মিলানের

গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে!

ফেলানী হত্যার ১৪ বছর : আন্তর্জাতিক আদালতে বিচার দাবি মায়ের