ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ততা বেড়েছে কৃষকের

গাইবান্ধার সুন্দরগঞ্জে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ততা বেড়েছে কৃষকের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি মৌসুমে ইরি-বোরোধান চাষের জন্য লাঙ্গল ও অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ইরি-বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কৃষকরা দলবেঁধে বীজতলা তৈরি ও পরিচর্যা করছেন।

উপজেলার বেলকা ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম, নজু মিয়া জানান, এবছরে জমিতে পানি কম থাকায় গভীর নলকূপ বা শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করে বোরো ধানের বীজ তলা তৈরি করা হয়েছে। অনেকে আবার নদীর কোলে বিলের ধারে বীজতলা তৈরি ও পরিচর্যা করছেন। তুলনামূলক তাদের খরচ একটু কম হচ্ছে। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের এলাকায় বীজতলা ভালো হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, চলতি বছরে এ উপজেলায় ২৬ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গতবছরে অর্জিত হয়েছে। বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ বছর ১ হাজার ৩৬৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আদর্শ বীজতলা ৭৮ হেক্টর।

আরও পড়ুন

বীজ তলার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়। ইতোমধ্যে বোরো ধান চাষের জন্য প্রান্তিক পর্যায়ে ৬ হাজার ৮শ’ জন কৃষকের মাঝে ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষকরা সেই বীজ দিয়ে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজ শুরু করেছে। বীজতলা যাতে সুন্দর ও সুস্থ হয় এজন্য আমাদের কৃষি বিভাগ থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২