ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

নিউজ ডেস্ক:  কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় ক্ষেত পাহারারত এক কৃষক বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ফরিদুল আলম (২৭) দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গত পক্ষকাল ধরে একটি দলছুট বন্যহাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে নষ্ট করছে ক্ষেত-খামার। নিজের লাউক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি।

আরও পড়ুন

হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয়রা ফরিদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি ক্ষেত পাহারা দেওয়ার সময় মাঝরাতে হঠাৎ বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন ফরিদ। তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে। নিয়মানুসারে বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

সিইসির সঙ্গে বিপ্লবী গণজোটের বৈঠক

সাবেক এমপি লায়লা সাতক্ষীরায় গ্রেফতার

তারকা শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

রাজউকের বিরুদ্ধে ‘ড্যাপ-দুর্নীতির’ অভিযোগ, সড়কে নেমেছেন জমির মালিকরা

ক্রীড়া মন্ত্রণালয় ও ইউএনএফপিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর