ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে। ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর মিনহাজুল (১৬) অবশেষে থানা পুলিশের সহযোগিতায় সুস্থ হয়ে ফিরল মায়ের বুকে। সে এক  হৃদয়বিদারক দৃশ্য।

জানা যায়, গত ১ মে শাহজাদপুর উপজেলার দুর্গম চর এলাকা রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া ধানক্ষেতের মধ্যে মিনহাজুলকে কুপিয়ে জখম করে অর্ধমৃত করে পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। এদিন রাতে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী সিরাজগঞ্জ শহীদ এম মনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তখন অজ্ঞাত পরিচয় যুবকের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচার করা হয়। ওসি আছলাম আলী আজ সোমবার (১৯ মে) সকালে সাংবাদিকদের জানান, গত ১ মে উপজেলার ভুলবাকুটিয়া ধানক্ষেতের মধ্যে যুবককে মেরে মৃত ভেবে দুর্বৃত্তরা ধানক্ষেতের মধ্যে রেখে চলে যায়। বিষয়টি দেশের বিভিন্ন থানাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশ করি।

আরও পড়ুন

টানা ১৮ দিন চিকিৎসার চলার পর গতকাল রোববার ওই যুবকের মা বাবা ফেইসবুকে ছবি দেখে সিরাজগঞ্জ এম মনছুর আলী কলেজ ও হাসপাতালে চলে আসেন। মা মনিরা খাতুন ও পিতা আব্দুল খালেক ছেলেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অশুসিক্ত নয়নে ছেলেকে জড়িয়ে ধরেন। ছেলেটির মা মনিরা জানান, ছেলেকে এক মাস ধরে খুঁজেছি। ফেসবুকের আইকন ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের ফেসবুক ছবি দেখে থেকে আমরা চলে আসি। আল্লাহতালা আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে।

তবে আমার ছেলের সকল কিছু ব্যয় করেছেন মানবিক ওসি আছলাম আলী। তার মহত্বের কথা কোনদিন ভুলব না। তিনি চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা করেছেন। এ জন্য  তিনি পুলিশ প্রসাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিক মিনহাজুল একটি মাদরাসায় লেখাপড়া করতো। এক মাস পূর্বে  কাউকে না বলে সে বের হয়। এদিকে কেন তাকে দুর্বৃত্তরা শাহজাদপুরে এনে হত্যার উদ্দেশে ফেলে রেখে গেল সে বিষয়টি তদন্ত চালাচ্ছে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী