খালেদা জিয়াকে বিদায় জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়
_original_1736253781.jpg)
অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফর ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হয়েছেন।
তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই গুলশানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন খালেদা জিয়া।
আরও পড়ুনএদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিকেল তিনটার দিকে ফিরোজায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।
চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।
মন্তব্য করুন