কালিয়াকৈরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষ, নিহত ৩, আহত ২

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় অটোরিকশা ও ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস (৩৭), গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও অটোচালক করিম মিয়া (৪২) এবং নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫)।
আরও পড়ুনএলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশাচালক করিম মিয়া। এসময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন। আর বাকি দুজনকে মৃত্যু ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন