বগুড়ার শেরপুরে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পৌরসভার টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার শান্তিনগর এলাকায় মহাসড়ক অবরোধের পর অটোরিকশা চালকরা উপজেলা গেটের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে চাঁদা আদায়ের প্রতিবাদ জানায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদের নেতৃত্বে অটোরিক্সা চলকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তুষারসহ অটোরিকশা চালকদের প্রতিনিধিদের উপজেলা নির্বাহী অফিসার আশিক খান চাঁদা বন্ধের আশ্বাস ও আজ মালিক, শ্রমিকসহ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে আলোচনা সভায় সমাধানের আশ্বাসে তারা ফিরে যান।
অটোরিকশা চালক আব্দুল হাকিম, সেলিমসহ একাধিক অটোরিকশা চালকদের সাথে কথা বললে তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ছিল। কিন্তু গত ১ জানুয়ারি থেকে পৌরসভার টোলের নামে আবারও চাঁদা তোলা শুরু হয়েছে। ছোট রিকশা থেকে ১০ টাকা ও বড় রিকশা থেকে ২৫ টাকা করে তোলা হচ্ছে। অটো চালকরা সকল প্রকার চাঁদা বন্ধের দাবি জানিয়েছেন।
আরও পড়ুনএ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সভাপতি শাকিল আহম্মেদ বলেন, পৌরসভা কর্তৃপক্ষ ইজারা প্রদান করায় পৌর টোল আদায় করছে। তবে তা যেন বৈধভাবে শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করে উত্তোলন করা হয় সে দিকটি লক্ষ্য করতে হবে টোল আদায়কারীদের।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, আজ সকালে ইজারাদার, রিকশাচালক ও পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পৌর টোল আদায় বন্ধ থাকবে।
মন্তব্য করুন