ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ। প্রতীকী ছবি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্বপাশে শফিকুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেত থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলম উদ্দীনের মেয়ে। পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই।

এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েক মাস ধরে তার বাবার বাসায় থাকতো। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শ্বশুর বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

আরও পড়ুন

নিহতের চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গত সোমবার সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ণ করি। এরপর আমাদের মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যায়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে নারী প্রার্থীদের ছড়াছড়ি, ভোটের মাঠ গোছাতে দৌড়ঝাপ শুরু

গাইবান্ধার মহিমাগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার