দিনাজপুরের নবাবগঞ্জে ধানের চেয়ে চাল ক্রয় হয়েছে বেশি
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারিভাবে ধানের চেয়ে চাল ক্রয় হয়েছে বেশি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম জানান, উপজেলায় ৩৩ টাকা কেজি দরে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫১৬ মে.টন।
সেখানে এ পর্যন্ত ক্রয় হয়েছে ৬৭৪ মে.টন। সিদ্ধ চাল ৪৭ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৬১ মে.টন। সেখানে এ পর্যন্ত ক্রয় হয়েছে ১ হাজার ৩০২ মে.টন। আর ৪৬ টাকা কেজি দরে আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৩ মে.টন যা ক্রয় সম্পন্ন হয়েছে।
আরও পড়ুনতিনি আরও জানান, চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকলেও ধানের লক্ষ্যমাত্রা অর্জনে সন্দেহ রয়েছে। আপাতত আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল ক্রয়ের সময় সীমা রয়েছে।
মন্তব্য করুন