ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

নাটোর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নাটোর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের প্রধান সড়কের উভয়পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। একই সাথে ভবিষ্যতে শহরের কোন ফুটপাত দখল করে কেউ যাতে দোকানপাট না বসায় এবং দোকানের মালামাল রাখে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের কর্মীরা এই দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, শহরের ভিতর সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করার পর জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার তাদের নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি।

আরও পড়ুন

এছাড়া আদালতের নির্দেশে ১৬৬ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নোটিশ জারী করা হয়। তাতেও কোন কাজ না হওয়ায় অবশেষে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। এতে শহরের প্রধান সড়কের উভয়পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পাচারকালে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

এলাকায় ফেরার সময় সাথে থাকা তিন বন্ধুর গুলিতে যুবক নিহত

রাতে রুটি খাওয়ার অপকারিতা

সিলেটে ছেলের হাতে আইনজীবী বাবা খুন, তিনজনের মৃত্যুদণ্ড