ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ 

সংগৃহীত,যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’ রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন ক্লদিয়া।

বুধবার (৮ জানুয়ারি) নিয়মিত এক সংবাদ সম্মেলনে ১৬০৭ সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, মেক্সিকান আমেরিকা। এটা চমৎকার শোনাচ্ছে, তাই না? শেনবাউমের আগে সংবাদ সম্মেলনে, রাজনীতিবিদ ও মেক্সিকোর সাবেক সাংস্কৃতিক সচিব হোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়ালও একই মন্তব্য করেন।

হোসে আলফোনসো ব্যাখ্যা করে বলেন, আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ১৬০৭ সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। এই নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর আপাতজিঙ্গান সংবিধানেও উল্লেখ করা হয়েছে।

সেই প্রসঙ্গ টেনেই শেনবাউম বলেন, ১৬০৭ সাল থেকে আপাতজিঙ্গানের সংবিধানে আমেরিকা মেক্সিকানা ছিল। তাই আসুন এটিকে (যুক্তরাষ্ট্রকে) আমেরিকা মেক্সিকানা বলি।

আরও পড়ুন

মঙ্গলবার ট্রাম্প জানান, তিনি মেক্সিকো উপসাগরের নাম গালফ অব আমেরিকা রাখতে চান, কারণ এটি শুনতে চমৎকার লাগে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোকে চালায় দেশটির মাদকচক্র। শেনবাউম এই দাবির জবাবে বলেছেন, মেক্সিকো শাসন করে তার জনগণ।

সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন