জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এই ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না তা জানা যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউয়ের রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানী শহরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস রয়েছে।
এনএইচকে বলেছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কিংবা কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।
এই ভূমিকম্পটি নানকাই ট্রফের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা জানতে তদন্ত শুরু করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। গত আগস্টে নানকাই ট্রফ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অঞ্চলে প্রবল মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকির বিষয়ে প্রথমবারের মতো সতর্কতা জারি করেছিল জাপান।
আরও পড়ুনজাপানের ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকাও জাপান। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটিতে বড় ধরনের সুনামি আঘাত হানে।
সূত্র: রয়টার্স।
মন্তব্য করুন