ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়েছে দাবানলে

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়েছে দাবানলে, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চল পুড়ছে ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল। ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পালিসেডস, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে মোট ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল। খবর : সিএনএন।

বিশেষ করে পালিসেডস দাবানলেই ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন

এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে। ক্যালিফায়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ হাজার বস্তায় আদা চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন বালুমহলায় অভিযান, সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে বদলি