ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিট গ্রেফতার ২

বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিট গ্রেফতার ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। থানার মামলা সূত্রে জানা যায়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে ঢাকায় রিকশা চালানো অবস্থায় গুলিতে শহিদ রনির মা শাহানাজ বেগম (৪৯) ও বোন শিল্পীর (২৮) সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুতের বিলের টাকা প্রদান করাকে কেন্দ্র করে পাশের বাড়ির শাজাহান আলীর ছেলে ফরহাদ ও ফারুকের বাকবিতন্ডা হয়।

এরই একপর্যায়ে ফরহাদ ও ফারুকসহ কয়েকজন তাদেরকে বেধরক মারপিটে আহত করে। আহত রনির মা শাহানাজ বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে রনির মা শাহানাজ বেগম বলেন, বিদ্যুৎ বিল পাবে আমি পরিশোধ করবো। কিন্তু তারা অন্যায়ভাবে আমাকে ও আমার মেয়েকে মারপিট করেছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শহীদ রনির মা ও বোনকে মারপিট করা দুঃখজনক। গত রাতেই তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে রনির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব