ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের কাহারোল থেকে গো-খাদ্য ধানের খড় যাচ্ছে বিভিন্ন জেলায়

দিনাজপুরের কাহারোল থেকে গো-খাদ্য ধানের খড় যাচ্ছে বিভিন্ন জেলায়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলের আমন ধানের খড় বিক্রি উদ্দেশ্যে এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও হাওর অঞ্চলগুলোতে। এর ফলে অত্র উপজেলায় খড় ও গো-খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে অনেকেই আশঙ্কা করেছেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি আমন মৌসুমের বিভিন্ন জাতের আমন ধানের খড় কৃষকরা অর্থের লোভে পড়ে এক শ্রেণির খড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে দেখা যাচ্ছে। বিক্রিত খড় কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ট্রাক বা টলিসহ অন্যান্য পরিবহন যোগে দেশের বিভিন্ন জেলাসমূহে নিয়ে যেতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত।

এসব খড় বর্তমান বাজার দরে অনেক কৃষক ২০ গন্ডায় ১ পন হিসাব ধরে ২৮০ টাকা থেকে ৩শ’ টাকা দরে বিক্রি করছেন। এক শ্রেণির খড় ব্যবসায়ী উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মনোনীত ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধানের খড় নামমাত্র মূল্যে ক্রয় করে উপজেলা সদরের সুবিধাজনক স্থানে নিয়ে এসে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন উচ্চমূল্যের আশায়।

আরও পড়ুন

কয়েকজন কৃষক ও গরুর খামার মালিকরা জানান, আমন ধান কাটা-মাড়াইয়ে মৌসুমে প্রথম দিক থেকে শুরু করে সারাবছরেই ধানের খড় বিক্রি হচ্ছে এ উপজেলায়। অত্র অঞ্চল থেকে অন্য জেলায় ধানের খড় বিক্রি হওয়ার ফলে এ উপজেলায় গো-খাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আবার অনেকেই মনে করছেন এই অঞ্চলের কৃষকরা ধানের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ হাজার বস্তায় আদা চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন বালুমহলায় অভিযান, সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে বদলি