নিজের লেখা ও সুরে মৌরীর ‘নয়া প্রেম’
অভি মঈনুদ্দীন ঃ এক দশক আগে একজন পেশাদার গায়িকা হিসেবে গানের ভুবনে সাদিয়া ইসলাম মৌরীর পথচলা শুরু হয়। ২০১৫ সালে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হয়েছিলো তার প্রথম গানের অ্যালবাম ‘মৌরী’।
প্রথম গানেই মৌরীর নিজের লেখা ও সুর করা একটি গান ছিলো। পরবর্তীতে তার নিজের লেখা ও সুর করা আরো কয়েকটি গান প্রকাশিত হয়। অর্থাৎ পেশাগতভাবে যখন মৌরীর শিল্পী জীবন শুরু হয় তখন থেকেই তার গান লেখা ও সুর করার অভ্যাস রয়েগেছে। যে কারণে আবারো আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মৌরী তার নিজের লেখা ও সুর করা নতুন গান ‘নয়া প্রেম’র কাজ শেষ করলেন। এখন গানটির আনুষঙ্গিক অন্যান্য কাজ চলছে। মৌরীর ইচ্ছে আছে আগামী ভালোবাসা দিবসে গানটি তার নিজের ইউটিউব চ্যানেলে ‘সাদিয়া মৌরী’তে প্রকাশ করার।
মৌরী বলেন,‘ সত্যি বলতে কী গান লেখা বা সুর করা সহজ কোনো বিষয় নয়। আমার মধ্যে মাঝে মাঝে কিছু সুন্দর কথা আসে, সুরও আসে। সেগুলোই নিজের মতো করে লিখি, সুর করি। আমার প্রকাশিত প্রথম অ্যালবাম থেকেই নিজের লেখা ও সুর করা গান ছিলো। কিছুদিন আগেও ‘বুকের খাঁচায়’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। ‘সাদিয়া মৌরী’ ইউটিউব চ্যানেলে গানটি এখন পর্যন্ত তিন লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তো, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য। কারণ সামনে নয়া প্রেম’তো আসছেই।
আরও পড়ুনএছাড়াও আরো নতুন নতুন গান প্রকাশ পাবে। আশা করছি গানগুলো শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ বিগত কয়েকবছরে মৌরীর কন্ঠে ‘মাই সাউণ্ড’,‘ সিডি ভিশন’,‘ সাউণ্ডটেক’সহ আরো বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে গান প্রকাশিত হয়েছে। মৌরী নগান শিখেছেন সাভারের ধামরাইয়ের ‘দোয়েল শিল্পগোষ্ঠী একাডেমি’তে। চার পাঁচ বছর এই একাডেমিতে তিনি গান শিখেছেন।
‘নয়া প্রেম’ গানটির কম্পোজিসন করেছেন ও তার সেঙ্গ গেয়েছেন আকাশ মাহমুদ। গানের ভুবনে পথচলার এই সময়ে মৌরী দু’টি গানের কাভার করেছেন। ফেরদৌস শাবনূর অভিনীত আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনক চাপা’র গাওয়া ‘কোন কাননের ফুল’ গানটি কাভার করেছিলেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আলাউদ্দিন আলী সুর সঙ্গীতে গাওয়া মৌরী আকাশের কাভার করার পরও শ্রোতা দর্শকের ভালোলেগেছে।
মন্তব্য করুন