ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সংগৃহিত,আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আজ শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ। সড়কে গাড়ি চলাচল কম। তারপরও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

সকাল ৮টা ২০মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৫১ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২৪০ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
 
এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধ হয়ে আশঙ্কাজন অবস্থায় জাতীয় কবির নাতি বাবুল 

শীত বাড়ার আভাস, আসছে শৈত্যপ্রবাহ 

লালমনিরহাটে আজহারীর মাহফিল উপলক্ষ্যে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু

রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরানের

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপি’র