ভিডিও রবিবার, ৩০ মার্চ ২০২৫

বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

নিউজ ডেস্ক:  নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নে বাবার বিরুদ্ধে নিজ নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার (২৬ মার্চ) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক।

মামলার লিখিত অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, তার স্বামী আলাল দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার ভয় দেখাতেন। ভয়ে তার মেয়ে বিষয়টি এতদিন গোপন রাখে।

সম্প্রতি মেয়েটির গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। পরে ক্লিনিকে নিয়ে পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সবার অগোচরে গর্ভপাত করান।

আরও পড়ুন

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সঙ্গেই ঘুমাতেন। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন। তিনি এই জঘন্য কাজের ন্যায়বিচার চান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের গুরুত্ব, করণীয় ও বর্জনীয়

ঠাকুরগাঁওয়ে সরকারি চালসহ গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

বগুড়ায় ঈদ কেনাকাটায় আতর টুপির দোকানে ভিড়

বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা