ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বগুড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রাম ও চালিতাবাড়ি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, শাখারিয়া ইউনিয়নের ওই এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ২৩ জুন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি পাঁচবাড়িয়া গ্রামের এখলাস গ্রুপের লোকজন ও চালিতাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় ।

এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষের ঘটনায় চালিতাবাড়ি গ্রামের পক্ষের ২ জন গুরুতর জখমপ্রাপ্ত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ওই ঘটনার প্রেক্ষিতে পাচবাড়িয়া গ্রামে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে । যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচবাড়িয়া গ্রামের এখলাছের পক্ষের ৩ জনকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো মন্ডল ধরন গ্রামের রহমত আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া(২৮) এবং একই গ্রামের রকি মিয়া (২৭)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ডিবি সূত্রে আরও জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

বিএনপি কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা