ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা

বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়িতে বাড়িতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা। গ্রাহকেরা অভিযোগ করে বলেন, এই মিটার স্থাপনের জন্য আগে থেকে তাদেরকে তেমন কিছু বলা হয়নি। বাড়িতে এসে হঠাৎ করে বিদ্যুৎ বিভাগের কর্মীরা প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে। এর বিরোধিতা করে বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, সংবাদ সম্মেলন করে এর বিরোধিতা করছে।

রংপুর নগরীর ১৭নম্বর ওয়ার্ডে প্রায় নব্বই শতাংশ বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি-নেসকো। গ্রাহকদের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই পুরাতন মিটার খুলে নিয়ে এসব নতুন মিটার লাগানো হয়েছে। এতে করে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

নগরীর রামপুরা এলাকার বাসিন্দা শাকিল আহমেদ জানান, টিনশেড ও আধাপাকা বাড়িগুলোকে টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে প্রিপেইড মিটার লাগিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিভাগের লোকজন। তারা বাড়ির মহিলাদের বিভিন্নভাবে বুঝিয়ে এই মিটার স্থাপন করছে।

আরও পড়ুন

রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, এই প্রিপেইড মিটার অত্যন্ত নিম্নমানের হওয়ার পরও গ্রাহকদের কাছ থেকে মিটার বাবদ ১৬ বৎসর পর্যন্ত প্রতিবার রিচার্জে ৪০ টাকা করে কেটে নেবেন নেসকো। অথচ আন্তর্জাতিক মার্কেট এই মিটারের মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা। প্রিপেইড মিটারের বিভিন্ন অসুবিধা উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রিপেইড মিটার রংপুরে স্থাপন করতে দেয়া হবে না। যেগুলো লাগানো হয়েছে সেগুলোও সাতদিনের মধ্যে অপসারণের দাবি জানান তিনি। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন গ্রাহক ফোরামের এই নেতা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমাদের উন্নত বিশ্বের সাথে তুলনা করলে হবে না। আমাদের গ্রাহক পর্যায়ে আগে ফিল্ড তৈরি করতে হবে। সাধারণ মানুষ নিতে না চাইলে প্রিপেইড মিটার জোর করে চাপায় দেয়া ঠিক হবে না। এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি নেসকো কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তারে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৩

নওগাঁয় চাঞ্চল্যকর ভাই-বোন হত্যাকান্ডের রহস্য উদঘাটন খুনি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মহিলাসহ গ্রেফতার ছয়

নড়াইলে কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

গাজীপুরে শ্রীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

নড়াইলে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ আসামির যাবজ্জীবন