ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

শ্রম উপদেষ্টা

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি

সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করবো। এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায়, তার সবই করা হবে। 

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করবো।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বসে থাকবো না। আগামীকাল থেকেই কাজ শুরু করবো। আমরা যদি ডিসেম্বরকে ধরে এগোই তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। 

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে।  

ব্রিফিংয়ে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি থাকবে। একজন মানুষের মান সম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন, সেটির জন্য একটি পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি। 

 তিনি বলেন, আমরা ফাইলবন্দি কোনও প্রতিবেদন করতে চাই না। এটি বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুম্পা স্বামীসহ গ্রেফতার

চলমান সংঘাতে স্থগিত করা হল পিএসএলের বাকি ৮ ম্যাচ

বগুড়ার নন্দীগ্রামে ওসি তারিকুল ক্লোজড, নয়া ইনচার্জ মোজাহারুল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ার সাতমাথা ব্লকেড

পাকিস্তান ছেড়েছেন রিশাদ-নাহিদরা

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার