কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ২ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি থেকে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার ও একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনার কাশীনাথপুর এলাকার ছাগলের ব্যাপারি জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়াখালি এলাকায় রজব সরকার ও দুর্জয় তাদের পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে দাবি করে তারা এসময় ব্যবসায়ীদেরকে মারধর করে।
আরও পড়ুনএক পর্যায়ে স্থানীয়রা এসে দুজনকে বেঁধে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে রজব সরকারের থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করে। পরে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী জহুরুল বলেন, “হাওয়াখালি এলাকায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এরপর আমাদের পকেট চেক করতে থাকে। এক পর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি তদন্ত) রকিবুল ইসলাম বলেন, “বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন