ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত

নিহত শিক্ষক মো. ইসরাফিল

ফেনীতে ট্রেনের ধাক্কায় মো. ইসরাফিল নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। গতকাল বুধবার (৭ মে) রাতে ফেনী রেল স্টেশন এলাকার হক ডেকোরেটরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মোজাম্মেল হোসেন জানায়, ২ দিন আগে চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইসরাফিল ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানু জমাদার বাড়ি থেকে ফেনী শহরের নাজির সড়কে ছেলের বাসায় আসে। সন্ধ্যায় হাঁটতে বের হয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ৪ ছেলের জনক মো. ইসরাফিল ওই গ্রামের বানু জমাদার বাড়ির মরহুম নজির আহাম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিস একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে শনাক্তকারী না থাকায় ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন জানান, মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যুর ডায়রি হয়েছে। মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগে মিলল দেশীয় অস্ত্র ও ককটেল 

কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কারণে চন্দ্রঘোনা ফেরি চলাচল ৫ দিন বন্ধ

ফেনীতে  আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল

প্রেমে পড়েছেন এইজা

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২