দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরের আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নাজমুল হোসেন (১৫) নামে এক কিশোর বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাকোপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে। পুলিশ জানায় নাজমুল হোসেন গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গ্রামের পার্শ্বে ভাদুরিয়া বাজারে গ্যাস ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়।
আরও পড়ুনসাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় দিনাজপুরে নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন