ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

খুলনায় আবাসিক হোটেলে লিঙ্গ কেটে দিল স্ত্রী পরিচয়ে নারী

খুলনায় আবাসিক হোটেলে লিঙ্গ কেটে দিল স্ত্রী পরিচয়ে নারী

নিউজ ডেস্ক: খুলনার একটি আবাসিক হোটেলে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। কথিত স্ত্রী  ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত ব্যক্তিকে শুক্রবার (১৭ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে অবস্থিত মৌসুমী আবাসিক হোটেলের মালিক লাল মিয়া বলেন, “স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হোটেলে রুম ভাড়া নেন এক ব্যক্তি ও নারী। আমার ভাগ্নে কাইয়ুম রাতে হোটেলে ছিল। সে আমাকে জানায়, রাত আড়াইটার দিকে ওই ব্যক্তি ও তার সঙ্গে থাকা নারী এক সঙ্গে বের হচ্ছিল। তখন ওই ব্যক্তির জামায় রক্ত মাখা দেখে, জানতে চাইলে ভাগ্নেকে তিনি (রক্তাক্ত ব্যক্তি) বলেন, তার পাইলস আছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। এখনি হাসপাতালে যেতে হবে, এই বলে তারা দুইজনে হোটেল থেকে বেরিয়ে যান।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে এক ব্যক্তি খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার শরীর থেকে গোপনাঙ্গ বিচ্ছিন্ন ছিল। তাকে হাসপাতালের সার্জারিতে ভর্তি করা হয়েছে। তবে ওই ব্যক্তির সঙ্গে থাকা নারীকে পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওই নারীর নাম যা বলেছেন তার সঙ্গে হোটেলে লিপিবদ্ধ করা খাতার নামে ভিন্নতা রয়েছে।

আরও পড়ুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীম উজ জামান বলেন, “এই ব্যক্তি এখন আশঙ্কামুক্ত। ধারালো ব্লেডের আঘাতে তার গোপনাঙ্গটি চামড়ার সঙ্গে ঝুলে ছিল। এমন অবস্থায় তিনি হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। গোপনাঙ্গটি কেটে ফেলতে হবে না রাখা যাবে সে বিষয়ে শনিবার (১৮ জানুয়ারি) চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।”

খুলনার থানা ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, “বৃহস্পতিবার রাতে আবাসিক মৌসুম হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ওঠেন। সেখানে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির গোপনাঙ্গ কর্তন করেন সঙ্গে থাকা নারী। পরে জানতে পারি, আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার

ভ্যাট-শুল্কের চাপ নয়

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে