ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সবার আগে প্লে অফে রংপুর

সবার আগে প্লে অফে রংপুর, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। আসরে এখনও পর্যন্ত ৮ ম্যাচে খেলে অপরাজিত নুরুল হাসান সোহানের দল। এমন জয়রথে চড়ে সবার আগে প্লে অফে পৌঁছে গেছে রাইডার্সরা।আসরে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে রংপুর। যেখানে সবকটি ম্যাচেই শেষ হাসি হেসেছে তারা। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে তারা। পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে রাইডার্সরা।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল রংপুর। ঢাকার ঘরের মাঠে স্বাগতিকদের ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় ৩৯ রানে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে রংপুর। সেটাও ৩০ বল আর ৮ উইকেট হাতে রেখে দাপুটে এক জয়ে। এরপর ফিরতি ম্যাচেও যথাক্রমে সিলেট, ঢাকা ও বরিশালকে হারায় রংপুর।খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় বেশ জমজমাট লড়াই হয়েছে রংপুরের। তবে শেষ হাসিটা রংপুরের মুখেই ছিল। শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় তারা। আর গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে সোহানের দল।

আরও পড়ুন

পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বরিশাল। ৬ ম্যাচ খেলে তাদের নামের পাশে আছে ৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী। এরপরে আছে যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যকে বিয়ের গুঞ্জন রিংকু সিংয়ের!

ঢাকায়  ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু

মুন্সীগঞ্জে ৭৩ লাখ টাকার জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ

ধামরাইয়ে ট্রাক-অটোরিক সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছাদ ভেঙে মাথায় পড়লো অর্জুন কাপুরের 

গৌরনদীতে শিশু সাফওয়ান হত্যা; আটকদের বসতঘরে আগুন