বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মেহেদী হাসান রাব্বি (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। রাব্বী উপজেলার হাট শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। সে হাট শেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের নূরুল ইসলাম খাজার ছেলে।
সারিয়াকান্দি থানার তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু এবং ২৮ ইঞ্চি সাইজের একটি ছুরি উদ্ধার করা হয়।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আটক রাব্বির নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন