ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

বিগ বস জিতলেন করণ বীর মেহরা

বিগ বস জিতলেন করণ বীর মেহরা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের ১৮তম সিজেনের মুকুট জিতলেন করণ বীর মেহরা। দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানান নাটকীয়তা, নানান টাস্ক, মারামারির পর লাখ লাখ ভোটে বিগ বস জিতলেন করণ বীর। বিগ বস-১৮ এ গ্র্যান্ড ফিনালেতে দুজন ফাইনালিস্ট ছিলেন, একজন করণ বীর, অন্যজন ভিভিয়ান ডিসেনা।  

রোববার সঞ্চালক সালমান খান তার সিগনেচার স্টাইলে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন। তার দু’পাশে ছিলেন শীর্ষ দুই ফাইনালিস্ট করণ বীর মেহরা ও ভিভিয়ান ডিসেনা। সালমান করণের হাত তুলে সহ-প্রতিযোগীদের সামনে উচ্চস্বরে করণ বীর মেহরাকে বিগ বস ১৮ বিজেতা হিসাবে ঘোষণা করেন।

বিগ বস ১৮ বিজয়ীকে দর্শকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়। রোববার বিগ বস ১৮ বিজয়ী হিসাবে করণ বীর পান ৫০ লাখ টাকার নগদ পুরস্কার এবং একটি নতুন সোনার ট্রফি। আর এই জয়ের পর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সাম্প্রতিককালের বিজেতা হিসাবে মুনওয়ার ফারুকি, এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের সঙ্গে জুড়ে গেল টিভি তারকা করণ বীর মেহরার নাম। যদিও নির্মাতারা এখনও রানার্সআপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেননি।

আরও পড়ুন

বিজয়ীর নাম ঘোষণার আগে, সালমান খান এবারের সিজনের সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্যান্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। আর এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে  প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাং। এরপর একে একে বাদ পড়েন বাকিরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ তিনে পৌঁছেও বিদায় নেন রজত দালাল।

এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী চলচ্চিত্র ‘লাভিয়াপ্পা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর। বিগ বস ১৮’র ঝলমলে সমাপ্তির দিন বেশ কয়েকজন তারকা বিশেষত আমির খানকে প্রথমবারের জন্য এই শোতে উপস্থিত হতে দেখা গিয়েছে। এছাড়াও জুনাইদ খান, খুশি কাপুরদেক সঙ্গে ছিলেন নবাগত বীর পাহাড়িয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

এবার ওয়েব সিরিজে ওমর সানী

সিনিয়র শিল্পীদের নিয়ে মহিন খান নির্মাণ করলেন ‘জুলুম

মুন্সিগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক