ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার শিল্প সাইটগুলোকে লক্ষ্য করে ছোঁড়া ৩১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) এই দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, গত রাতে, অ্যান্টি-এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।রাশিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তাতারস্তানে শিল্প উদ্যোগ লক্ষ্য করার জন্য শত্রুরা ড্রোন দ্বারা আক্রমণের চেষ্টা করা হয়েছিল। তবে সব ড্রোন আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি সরকারের।
আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা বলেছেন, মস্কোর পার্শ্ববর্তী কালুগা অঞ্চলে, একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ শেষে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়, তবে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছিল। রাশিয়ার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, কিয়েভ চারটি এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে।
আরও পড়ুনসোমবার মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে সামনে রেখে কিয়েভ এবং মস্কো উভয়ই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান।
মন্তব্য করুন