ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনবিভাগ।

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫কেজি হরিণের মাংস জব্দ করেন অভিযানকারীরা। জব্দকৃত হরিণের মাংসের সাথে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যর হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)।

আরও পড়ুন

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এ ঘটনায় কেউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, চোরা শিকারীদের সনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

এবার ওয়েব সিরিজে ওমর সানী

সিনিয়র শিল্পীদের নিয়ে মহিন খান নির্মাণ করলেন ‘জুলুম