ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

রংপুরের মিঠাপুকুরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা

রংপুরের মিঠাপুকুরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা। প্রতীকী ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২শ’ টাকা দরে বেচাকেনা হচ্ছে। তেলের সাথে প্যাকেটজাত চাল ও চা পাতা কিনতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

উপজেলা সদর বাজারে এক সপ্তাহ আগেও বোতলজাত সয়াবিন তেল ব্রান্ডভেদে প্রতি লিটার ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা দরে বেচাকেনা হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে ২শ’ টাকা দরে বেচাকেনা করতে দেখা গেছে। অথচ বোতলের গায়ে খুচরা মূল্য ১৭৫ টাকা লেখা রয়েছে। মূল্য বৃদ্ধির পাশাপাশি ব্রান্ড হিসেবে পরিচিত রুপচাঁদা ও তীর তেল কম পাওয়া যাচ্ছে বলে জানান ভোক্তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যবসায়ী নুরুল আলম জানান, তীর ও রুপচাঁদা তেলের সরবরাহ কম। পুষ্টি ও ফ্রেশ ব্রান্ডের তেল পাওয়া গেলেও শর্ত সাপেক্ষে কিনতে হচ্ছে। তার দেওয়া তথ্য সয়াবিন তেল নিতে হলে বাধ্যতামূলকভাবে  প্যাকেটজাত চাল, চা পাতা, আটা, সরিষার তেলসহ অনান্য সামগ্রী কিনতে হয়। কিন্তু ওই সব সামগ্রী সহজে বিক্রি করা যায় না। কারণ ভোক্তারা তাদের পছন্দের ব্রান্ড ছাড়া অন্য ব্রান্ডের চাল ও চা কিনতে চান  না। এ কারণে লিটারে ৫-১০ টাকা বেশি নিতে হচ্ছে।

আরও পড়ুন

অপর ব্যবসায়ী ওমর ফারুক জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ডিলারদের কারসাজির কারণে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। মিঠাপুকুর বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল জানান, সমিতির পক্ষে সরকার নির্ধারিত দরে পণ্য সামগ্রী বেচাকেনার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় শিশু নিহত

নির্বাচন নিয়ে ইসি চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি শুরু হয়েছে আবার ভাঙন

নিয়ন্ত্রণে এসেছে মতিঝিলের ভবনের আগুন