ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনার নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

প্রত্যক্ষর্দশী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এলে ইতালী এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

মা দারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা উদ্ধার কবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী