বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে তিন লাখ টাকার মাছ বিনষ্ট
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ প্রযোগ করে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বনতইর দীঘিরপাড় এলাকায় একটি পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এতে তিন লক্ষাধিক টাকার মাছ মরে বিনষ্ট হয়েছে বলে দাবি করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বনতইর দীঘিপাড় এলাকার জনৈক লুৎফর রহমানের পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে ওই গ্রামের জামাই নন্দীগ্রামের নাগরকান্দি গ্রামের এমদাদুল হক বিভিন্ন জাতের মাছচাষ করে আসছিলেন।
আরও পড়ুনগতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই পুকুরে কে বা কারা বিষপ্রয়োগ করায় প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ মরে বিনষ্ট হয়।
মন্তব্য করুন