ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

তুরস্কে হোটেলে আগুনে নিহত বেড়ে ৭৬

তুরস্কে হোটেলে আগুনে নিহত বেড়ে ৭৬, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকায় আগুনে স্কি রিসোর্ট হোটেলে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছেন এ তথ্য। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে, তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া সেই হোটেলটির নাম গ্র্যান্ড কারতাল হোটেল। বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই হোটেলটির অবস্থান। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়।

আরও পড়ুন

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগে গ্র্যান্ড কারতাল হোটেলে। আগুনের সূত্রপাত ঘটেছিল রান্নাঘর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, পাহাড়ি উঁচু-নিচু পথের কারণে আগুন লাগার পর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল ৪৫ মিনিট। এই ৪৫ মিনিটে ভয়াবহ রূপ নেয় আগুন। ১২ তলার গ্র্যান্ড কারতাল হোটেলে কক্ষের সংখ্যা মোট ১৬১টি। আগুন লাগার সময় সেখানে ছিলেন ২৩৮ জন অতিথি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে। হোটেলের বাইরের আবরণ কাঠ দিয়ে তৈরি বলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। মেভলুত ওজের নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, এটা ছিল রীতিমতো একটি মহাবিপর্যয়কর ঘটনা। মাত্র আধ ঘণ্টার মধ্যে আগুন পুরো হোটেলকে গ্রাস করে ফেলেছিল। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আমলে ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে

দুদকের মামলায় যশোরের এমপি শাহীনকে ৪ বছরের কারাদণ্ড

বইমেলায় বড় ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ নিয়ে ঢোকা যাবে না

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে লুট করল টাকা 

হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ

বরফের ওপর ডিগবাজি জায়েদ খানের!