কুড়িগ্রামের উলিপুরে নকল সন্দেহে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে একটি কিটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার থেতরাই বাজারেন ভাই-ভাই ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থেতরাই বাজারে খুচরা কিটনাশক ব্যবসায়ী ভাই-ভাই ট্রেডার্সের সামনে ট্রাকভর্তি টিএসপি সার আনলোড করতে দেখে উপজেলা কৃষি অফিসারকে খবর দেন স্থানীয়রা। কৃষি অফিসার মোশারফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের মালিক রওশন আলীর কাছে জানতে চাইলে দোকান মালিক কোনো সদুত্তর কিংবা সার ক্রয়ের ভাউচার দেখাতে পারেননি। পরে দোকানের ভেতরে আরো ১৩৫ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
আরও পড়ুনপরে সারগুলো নকল সার মনে হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই সারগুলো জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, এ উপজেলায় ১৪ জন সরকারি ডিলারের প্রত্যেককে গত বছরের সেপ্টেম্বর মাসে মাত্র ১৯ বস্তা করে টিএসপি দেওয়া হয়েছে। এর বাহিরে শুধু একজন দোকানদারের কাছে এতগুলো সার কিভাবে আসে তা অনুসন্ধান করতে গেলে সেখানে ৪১৮ বস্তা টিএসপি সার পাওয়া যায়। জব্দকৃত সারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও কাজী মাহমুদুর রহমান বলেন, টিএসপি লেখা সম্বলিত ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ করে উপজেলা কৃষি গুদাম ঘরে রাখা হয়েছে। তবে দোকানের মালিককে পাওয়া যায়নি। সারের নমুনা রিপোর্ট হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন