রংপুরের বদরগঞ্জে সরিষা চাষের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সরিষা চাষ হয়নি। গতবছর আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে চাষিরা সরিষা চাষে অনাগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি অফিসের দাবি। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, গতবছর উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৪ হাজার ৯৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। ওই অর্জনকে এবারে লক্ষ্যমাত্রা হিসেবে ধরে নিয়েছিল উপজেলা কৃষি অফিস। কিন্তু সেই লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন করতে পারেননি কৃষি কর্মকর্তারা।
সূত্রটি জানিয়েছে, এবারে মাত্র ২ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। চাষিদের বপণকৃত সরিষার মধ্যে রয়েছে, বারি সরিষা-৯, ১৪, ১৫, ১৭, ২০। কিছু বিনা সরিষাও রয়েছে। এসব জাতের সরিষা প্রতি হেক্টরে ১ দশমিক ৬ মেট্রিক টন ফলে।
এলাকা ঘুরে জানা যায়, সাধারণত আমন ধান কাটার পর সেই জমি সরিষা চাষের জন্য প্রস্তুত করেন চাষিরা। এরপর সেই জমিতে সরিষা বীজ বপণ করেন। ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরিষা বীজ বপণের উৎকৃষ্ট সময় হলেও এর আগে ও পরে অনেক চাষি সরিষা বপণ করেন। এরপর ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরিষা মাড়াইয়ের কাজ করেন চাষিরা। ক্ষেত থেকে সরিষা উঠানোর পর সেই জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হয়।
এভাবেই চাষিরা এক খণ্ড জমিকে তিন ফসলি জমিতে পরিণত করেন। কিন্তু আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে চাষিরা সরিষাকে বোনাস ফসল হিসেবে না নিয়ে এবারে আলুকে বোনাস ফসল হিসেবে বেছে নিয়েছেন। একারণে সরিষা চাষ আশঙ্কাজনকভাবে কমলেও আলু চাষ বেড়েছে অস্বাভাবিকভাবে।
আরও পড়ুনউপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সাধারণত যে ফসলের দাম বৃদ্ধি পায় চাষিরা সেই ফসলের দিকে ঝুঁকে পড়েন। একারণে এবার সরিষার পরিবর্তে আলুর চাষ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরিষায় তেমন কোনো রোগবালাই দেখা যায় না। মাঝে মাঝে বিছা পোকার আক্রমণ দেখা যায়। তবে এবার সেটাও দেখা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, এবার সরিষা আবাদ কমলেও ফলন ভালো হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন