ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বগুড়ার সোনাতলা পৌর আ’লীগের সভাপতি রানা গ্রেপ্তার

বগুড়ার সোনাতলা পৌর আ’লীগের সভাপতি রানা গ্রেপ্তার। ফাইল ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রানাকে পুলিশ আগুনিয়াতাইড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

তার বিরুদ্ধে সোনাতলা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা রয়েছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মিনি বেগম নামের এক মহিলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

এছাড়াও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মশিউর রহমান রানার নেতৃত্বে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, মশিউর রহমান রানার বিরুদ্ধে সোনাতলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু

টাকার বিনিময়ে কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের

মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ, নিহত ১৯

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১ বিলিয়ন ডলারের বেশি

পাবনার চাটমোহরে ২৫ লাখ টাকার চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস