ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টাকার বিনিময়ে কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের

টাকার বিনিময়ে কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের

দুই দফায় ১০ হাজার টাকা দিয়ে কনে দেখতে না পারায় ক্ষুব্ধ হয়ে মারধর ও পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে ঘটক হাবিব উল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে বর মো. কামাল মীরার বিরুদ্ধে। ঘটনার দুইদিনের মধ্যে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ জুলাই বেলা ১১টার দিকে মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউপির গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুরের মধ্যে একজন পুরুষের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মৃত মো. হাবিব উল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে পাঠায়।

প্রাথমিক পর্যায়ে মৃত হাবিব উল্লাহ (৫০) পরিচয় শনাক্ত করা না গেলেও পরে স্থানীয় লোকজন এসে জানায় মৃত ব্যক্তির নাম হাবিব উল্লাহ। তিনি পুটিয়ারপাড় এলাকার মনোয়ারা বেগম মনুর স্বামী। পরবর্তীতে তাদের পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে এবং মৃতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলার রুজু হওয়ার পর সহকারী পুলিশ সুপার খায়রুল কবির এর তত্ত্বাবধানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে পুলিশ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটানা ২১ ঘণ্টা নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে হাবিব উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত কামাল মীরাকে গ্রেফতার করে।

কামাল মীরা বরিশাল জেলার চরমোনাই রাজারচর গ্রামের মৃত খালেক মীরার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জলমহালের ইজারা জেলেদের দিতে হবে: ফরিদা আখতার

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক

আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে আসায় ট্রেন আটকে দিলো এলাকাবাসী