ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১টি নম্বরবিহীন মোটরসাইকেল পাওয়া হয়।

আরও পড়ুন

 

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছে আরও অস্ত্র থাকতে পারে- সেই বিষয়ে জানতে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে বিদায় নিতে যাচ্ছে শীত

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

রংপুরের বদরগঞ্জে সরিষা চাষের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি

ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক আয়োজনে মরিয়া ভারত

রংপুরের গঙ্গাচড়ায় র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে