মাদক ব্যবসার দায়ে সাময়িক বরখাস্ত হলেন এক শিক্ষক
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে ছিলেন এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের একটি অফিস আদেশে এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার।
সূত্র জানায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের নামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে গত বছরের ১৮ মার্চ একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়। ওই শিক্ষককে ১ মে পুলিশ গ্রেপ্তার করে। তিনি এক মাস দুই দিন জেলে থাকার পর জামিনে বেড়িয়ে আসেন। কারাগারে থাকায় মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ২০ জানুয়ারি নীলফামারীর জেলা শিক্ষা অফিসের স্মারক নং ১২৫ নং অফিস আদেশে এ সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত রংপুর থেকে প্রাপ্ত জাবেদা নকল অনুযায়ী মেলাবর টটুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করে একটি আদেশ দিয়েছেন।
মন্তব্য করুন