সোহেল মেহেদী’র পাশে থেকে অনুপ্রেরণা দিলেন তারা
অভি মঈনুদ্দীন ঃ সাধারণত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানেই দেখা মিলে দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও আসিফ আকবরকে। তবে এবার সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানের বাইরে তাদেরই প্রিয় ভাই সঙ্গীতশিল্পী সোহেল মেহেদীর নিমন্ত্রণে একটু ভিন্ন ঘরানার আয়োজনে দেখা মিললো আঁখি আলমগীর ও আসিফ আকবরের।
গতকাল ২২ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যাণ্ড সেন্টারেরর পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে সোহেল মেহেদীর পরিচালনায় ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যাণ্ড ক্যাফে’র। আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে সোহেল মেহেদী’কে শুভ কামনা ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর ও আসিফ আকবর। সেইসময় সোহেল মেহেদীকে শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত হয়েছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার ও প্রখ্যাত গীতিকার জামাল হোসেন, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা’সহ আরো অনেকে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মেহেদীর শ্বশুর (১৯৯১, ১৯৯৬-তে বিএনপি থেকে নির্বাচিত) সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। সেদিন রাত প্রায় আটটায় সবাই কেক কেটে লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আসিফ আকবর বলেন,‘ আমাদের সবার প্রিয় ভাই সোহেলে মেহেদী ভাই এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের বিষয়। সত্যি বলতে কী গানের মানুষ গানের বাইরে আর অন্যকিছু নিয়ে ভাবতে চান না বা ভাবতে পারেনও না। কিন্তু সোহেল ভাই যে সাহসটা করেছেন তা সাধুবাদ জানানোর মতো। সোহেল ভাইয়ের সাথে আরো যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য অনেক শুভ কামনা রইলো। ইম্পেরিয়াল লাউঞ্জ দিনদিন আরো সমৃদ্ধি লাভ করুক, এই শুভ কামনা রইলো।’
আরও পড়ুনআঁখি আলমগীর বলেন,‘ যেহেতু আমি রাজধানীর উত্তরার বাসিন্দা, তাই উত্তরাতে ইম্পেরিয়াল লাউঞ্জ হওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশী। গানের পাশাপাশি বা শিল্প মাধ্যমের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি আরেকটি ব্যবসা বা অন্য আরেকটি কাজের সাথে যুক্ত থাকা এটা পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে হরহামেশাই দেখা যায়। শুধু আমাদের দেশেই তা কম। কিন্তু সোহেল মেহেদী ভাই ব্যবসা শুরু করেছেন, তার এই সাহসকে সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি সবার দোয়ায় ও সহযোগিতায় ইম্পেরিয়াল লাউঞ্জ শুধু ঢাকায় না ঢাকার বাইরে দেশের নানানপ্রান্তেও শাখা প্রশাখা হবে। অনেক অনেক দোয়া রইলো সোহেল মেহেদী ভাইয়ের জন্য।’ একইরকমভাবে শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানান জামাল হোসেন, ধ্রুব গুহ, আলম আরা মিনু, তরুণ মুন্সী, পূজা’সহ আরো যারা উপস্থিত ছিলেন।
লাউঞ্জের উদ্বোধনী শেষে সবাই গানে গানে মুগ্ধ হন। সোহেল মেহেদী বলেন,‘ সবাই আমাকে এতো ভালোবাসেন তার দৃষ্টান্তই যেন ছিলো ২২ জানুয়ারিতে ইম্পেরিয়াল লাউঞ্জের এই আনুষ্ঠানিক যাত্রার সময়টা। সবাই দোয়া করবেন, আমাদের লাউঞ্জে আসার নিমন্ত্রণ রইলো।’
মন্তব্য করুন