পাবনার চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রথম শ্রেণির এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বুধবার দুপুরে এই মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাঝগ্রামের দুর্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী (৬) ঘটনার দিন বাড়িতে একা ছিলো। এ সময় প্রতিবেশি কিশোর স্বপন হোসেন (১৩) তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বের হলে পালিয়ে যায় স্বপন।
আরও পড়ুনঘটনাটি জানাজানি হলে এলাকায় মীমাংসার চেষ্টা করা হয়। পরবর্তীতে শিশুর বাবা চাটমোহর থানায় এসে অভিযোগ দায়ের করেন। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন