ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’

‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’

মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে, যৌথভাবে রুখে দিতে হবে মব সন্ত্রাসীদের’— এমন নির্দেশনা দিয়ে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংশ্লিষ্টদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মব সন্ত্রাস রোধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, কিশোর গ্যাং নির্মূল, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

আরও পড়ুন

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া, জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মানিক, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন ও রাফি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে সাড়ে ১১ ঘণ্টা পর সড়ক-রেলপথে যান চলাচল শুরু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

এনসিপি’র বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর আইসিইউ’তে

সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

গাজীপুরে পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন