বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্কঃ ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি পদে আবারো দায়িত্ব নিতে যাচ্ছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগামী ২২ সেপ্টেম্বর সিএবিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, বিরোধীদের অংশগ্রহণ না করার সম্ভাবনা থাকায় সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবার পথে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজই সৌরভ এবং তার প্যানেল মনোনয়ন জমা দেবেন। নির্বাচনের আগে রাজ্যসংস্থাগুলি তাদের প্রতিনিধির নাম ভারতীয় ক্রিকেট বোর্ডে পাঠিয়েছে। সিএবি থেকেও সৌরভের নাম জমা পড়েছে, যা নিশ্চিত করেছে যে তিনি আবারো বাংলার ক্রিকেটের শীর্ষ পদে বসছেন।
যদিও সৌরভের সভাপতি হওয়া প্রায় নিশ্চিত, তার প্যানেলের বিষয় এখনও স্পষ্ট নয়। সচিব পদ নিয়ে দু’টি নাম আলোচনায় রয়েছে সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু আগে সিএবির সচিব ছিলেন, তাই তার পুনরায় নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বাবলু সচিব হন, তবে সঞ্জয় কোষাধ্যক্ষ বা যুগ্ম সচিবের দায়িত্ব পেতে পারেন।
আরও পড়ুনজাতীয় ক্রীড়া আইন এখনও কার্যকর না হওয়ায়, সিএবি লোধা কমিটির নিয়ম মেনে নির্বাচন করছে। এই নিয়ম অনুযায়ী সৌরভ এক বছরের মতো সিএবির পদে থাকবেন।
মন্তব্য করুন