ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, আহত ৫ পুলিশ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে তার অনুসারীরা থানায় হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ থেকে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
পরে হামলায় জড়িতের সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক গণমাধ্যমকে বলেন, পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিলো। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন