নওগাঁর মান্দায় বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বৌভাতের একটি অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- বরপক্ষের আশা আক্তার (২২) ও তার বাবা আলমগীর হোসেন (৪৭) এবং কনেপক্ষের মুস্তাকিম মন্ডল (৩৫)। এদের মধ্যে মুস্তাকিম মন্ডলকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আশা আক্তার ও আলমগীর হোসেন।
এক পর্যায়ে কনেপক্ষের মোস্তাকিম মন্ডল, রেজাউল ইসলাম, নীরব হোসেনসহ ৫ থেকে ৬ জন একত্রিত হয়ে আশা আক্তারকে মারধর করে। এসময় আশা আক্তারের বাবা আলমগীর হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
আরও পড়ুনপরে বরপক্ষের মারধরে কনেপক্ষের মোস্তাকিম মন্ডল আহত হন। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন