বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে ধুনট উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ হয়েছে। যা থেকে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ হাজার ২৫০ মেট্রিক টন ভুট্টা। বর্তমান বাজার মূল্য হিসেবে কৃষকেরা ভুট্টা চাষে আয় করেছেন প্রায় ১১০ কোটি টাকা।
কৃষকরা বলছেন, ভুট্টা চাষে সব খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি লাভ মিলছে দ্বিগুণেরও বেশি। ভুট্টার গাছ জ্বালানি হিসেবে বিক্রি করেও লাভবান হচ্ছেন অনেকে। একসময় এসব মাঠে ধান, গমসহ অন্যান্য ফসল চাষ হলেও খরচ আর পরিশ্রম কম আবার অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় লাভজনক ফসল ভুট্টা চাষে ঝুঁকেছেন এলাকার চাষিরা। কারণ ভুট্টার পাতা, কান্ড, ছাল কিংবা মোচা কোনটাই উচ্ছিষ্ট থাকছে না কৃষকের ঘরে। ভুট্টার সব কিছুরই বাজারে চাহিদা থাকায় লাভজনক ফসল হিসেবে চাষ করেছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫৬০ হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে ৩ হাজার ৬০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে শুকনা ভুট্টার ফলন হয়েছে ১২.০৫ মেট্রিক টন করে। সে হিসেবে এই মৌসুমে ৩৮ হাজার ২৫০ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১১০ কোটি টাকা। উপজেলায় এ পর্যন্ত ৯৭ শতাংশ জমির ভুট্টা কাটা মাড়াই শেষ হয়েছে। মাঠে এখনও কিছু ভুট্টার জমি আছে। এগুলোরও উৎপাদনও ভালো হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।
আরও পড়ুনকৃষকরা জানান, বিঘাপ্রতি ভুট্টা চাষে খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। ফলন মিলছে ৪৫ থেকে ৫০ মণ। আর মণপ্রতি কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার ১৫০ টাকায়। সে হিসেবে প্রতি বিঘায় ভুট্টায় খরচ বাদ দিয়ে লাভ মিলছে দ্বিগুনেরও বেশি টাকা। এলাকার আরো কয়েক জন চাষী বলেন, এক বিঘা জমিতে প্রায় ৫০ মণ ভুট্টা হয়েছে। এতে চাষীরা ভালো লাভ পেয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর ভুট্টাতে দামও ভাল। অল্প খরচে ভালো লাভ হয়েছে কৃষকের।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম বলেন, বর্তমানে তাপপ্রবাহ গেলেও ভুট্টার মৌসুমে কোনো তাপপ্রবাহ ছিল না। এ কারণে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার দামও ভাল পাচ্ছেন কৃষকরা। উৎপাদন আরও বাড়াতে চাষিদের উদ্বুদ্ধকরণসহ ক্ষতিকারক কীট-পতঙ্গ দমনে সার্বক্ষণিক পরামর্শ দেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। গত বছর এ উপজেলায় ২ হাজার ৫৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ হয়েছিল।
মন্তব্য করুন