ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

দেশি ফলের আড়ৎ স্থানান্তর হলেও বগুড়ার স্টেশন রোড এবার মিনি ট্রাকের দখলে

দেশি ফলের আড়ৎ স্থানান্তর হলেও বগুড়ার স্টেশন রোড এবার মিনি ট্রাকের দখলে। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : যানজট এড়াতে বগুড়া শহরের স্টেশন রোড থেকে দেশি ফলের আড়ৎ তিন মাথায় স্থানান্তর হতে না হতেই মিনি ট্রাক মালিকেরা দখল করে নিয়েছে ওই স্থান। ফলে যানজট নিরসনের জন্য ফলের আড়ৎ স্থানান্তর করা হলেও কাঙ্খিত ফল পাচ্ছেনা বগুড়াবাসী।

২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর বগুড়া শহরের বিভিন্ন সড়কের মত স্টেশন রোড সম্প্রসারণ ও উচু করা হয়। সড়কটি সম্প্রসারণ করার ফলে শহরের সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত ২ কিলোমিটার ৮শ মিটার সড়কটি দৃষ্টিনন্দন একটি সড়কে পরিণত হয়।

এই সড়কের ডিভাইনে লাগানো হয়েছে নানা জাতের ফুল গাছ এবং রাস্তার দুই ধারে পৌরসভার সাবেক মেয়র এড. মাহবুবর রহমান লাগিয়েছিলেন আম গাছ। ফল ব্যবসায়ীদের কারণে ওই রাস্তাটিতে সব সময় যানজট লেগেই থাকতো। সেই সাথে আবর্জনার স্তুপ থাকতো রাস্তায়।

পত্র পত্রিকায় এসংক্রান্ত সংবাদ প্রকাশের পর গত রোববার দেশি, ফলের ব্যবসায়ীরা তাদের আড়ৎ তিনমাথার অদূরে রেহেনা ফল মন্ডিতে স্থানান্তর করে। ফল মার্কেট স্থানান্তর করার পর রাস্তা দখলে নিয়েছে মিনি ট্রাক (পি-কাপ) মালিকেরা। ফাঁকা হয়ে যাওয়া স্থান দখলে নিয়ে অঘোষিত মিনি ট্রাক স্ট্যান্ড বানিয়েছে তারা।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (১৩ মে) ট্রাক মালিক ও ড্রাইভার দের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে কেউ কথা বলতে চাননি। তবে কেউ কেউ বলেছে বগুড়ায় কোন মিনি ট্রাক স্ট্যান্ড নাই তাই তারা এই স্থানে সাময়িক ট্রাক রাখছেন। এদিকে কয়েক বছর আগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পশ্চিম পাশে কিছু ট্রাক রাখা হতো।

সে সময় তারা বলতো ফলের ট্রিপ নেওয়া আনার জন্য মিনি ট্রাকের প্রয়োজন হয়। তাই তারা সেখানে ট্রাক রাখেন। বর্তমানে ফলের আড়ৎ তিনমাথার অদূরে স্থানান্তর করা হলেও ট্রাক টার্মিনাল না গিয়ে বরং আরও গেড়ে বসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১